• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:৩২ (07-Nov-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি সড়কে, দুর্ভোগে পথচারীরা

১৮ নভেম্বর ২০২৩ দুপুর ১২:১৭:৫২

সংবাদ ছবি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মানুষের চলাচলের রাস্তার উপর ট্রেনের বগি পড়ে থাকায় দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তা থেকে ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিটি সরিয়ে মানুষের চলাচলের রাস্তাটি উন্মুক্ত করে দেয়া হোক।

Ad

ভৈরব উপজেলার পৌরশহর জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় গত ২৩ অক্টোবর ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় বহু লোক হতাহত হয়। ঘটনার পর দুর্ঘটনা কবলিত ট্রেনের দুটি বগি রেল লাইন থেকে সরিয়ে মানুষের চলাচলের রাস্তার উপর রাখা হয়। এতে করে কয়েকটি গ্রামের সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি প্রায় বন্ধ হয়ে যায়।

Ad
Ad

দুর্ঘটনার পর এখানকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। এতে করে এখানে প্রায়ই ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। রাস্তাটি বন্ধ থাকায় সাধারণ মানুষের চলাচল, ব্যবসায়ীদের মালামাল পরিবহন, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, অসুস্থদের চিকিৎসা সেবা নিতে হাসপাতালে যাওয়াসহ ২টি গ্রামের লোকজনকে নানাভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে। রেল লাইনের উপর দিয়ে মানুষের হাঁটাচলো নিষেধ থাকলেও বাধ্য হয়ে মানুষকে রেললাইন দিয়েই চলাচল করতে হয়।

এলাকাবাসী জানান, এখানে পড়ে থাকা বগিগুলো থেকে বহুলোকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাই এ যায়গাটিতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। এদিক দিয়ে আসলেই মনের মাঝে একটা ভয় কাজ করে।

ভৈরব রেল স্টেশনের ব্যবসায়ীরা বলেন, আমরা রাতের বেলা বাড়িতে ফেরার সময় এদিক দিয়ে আসতে গেলে ছিনতাইয়ের শিকার হতে হয়।  কিছুদিন যাবত এখানে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

রেল স্টেশন মাস্টার ইউছুফ আলী অপু বলেন, রাস্তা থেকে ট্রেনের বগিগুলো অপসারণ করতে এ পর্যন্ত তিনবার তারিখ নির্ধারণ করা হয়েছিল। দেশের সার্বিক পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। আশা করছি, অচিরেই ক্ষতিগ্রস্থ বগিগুলো চলাচলের রাস্থা থেকে অপসারণ করার ব্যবস্থা করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:২৪



সংবাদ ছবি
চাটমোহরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:২৭





Follow Us