• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৫৮:৪০ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৫৮:৪০ (12-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বামন্দী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা হাসপাতাল করার দাবি এলাকাবাসীর

২৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:৫১:৩০

বামন্দী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা হাসপাতাল করার দাবি এলাকাবাসীর

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর বামন্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিকে ২০ শয্যা হাসপাতাল করার দাবি এলাকাবাসীর। এই এলাকার মানুষের চিকিৎসা সেবার জন্য মেহেরপুর কুষ্টিয়া কিংবা শতশত কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজশাহী কিংবা ঢাকায় যেতে হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে চিকিৎসক ও নার্সসহ কিছু জনবল দিয়ে ইনডোর এবং আউটডোর চিকিৎসাসেবা চালু করলে এলাকার সাধারণ মানুষের কিছুটা হলেও স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে, দাবি স্থানীয়দের।

মেহেরপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ বামন্দী শত বছর পূর্ব থেকেই দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটি। এই বামন্দী ৪টি ইউনিয়নের মোহনা। এই এলাকায় প্রায় ৩ লাখ মানুষের বসবাস।

জেলার সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র বামন্দীতে ফায়ার সার্ভিস অফিস, পুলিশ ক্যাম্প, ভূমি অফিস, ব্যাংক বীমা, কলকারখানা, স্কুল-কলেজসহ রয়েছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। বামন্দী পশু হাট থেকে অন্তত ৪-৫ কোটি টাকা প্রতিবছর রাজস্ব আয় করে সরকার।

এমন একটি জনবহুল ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও এখানে নেই স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা। তাই বামন্দী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিকে ২০ শয্যা হাসপাতাল করার দাবি এলাকাবাসীর। এটি বাস্তবায়ন করা সম্ভব হলে এলাকার রোগী ও স্বজনদের দুর্ভোগ কমে আসবে।

এই বিষয়ে বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান কমল বলেন, ভবন আছে, শুধু মাত্র কিছু জনবল নিয়োগ দিয়ে ২০ শয্যা হাসপাতালের কার্যক্রম চালু করলে এলাকাবাসী চিকিৎসা সেবা থেকে  বঞ্চিত হতো না। তাই সরকার কাছে দাবি জানাচ্ছি, বামন্দী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০ শয্যা হাসপাতালের রূপান্তরিত করা হোক।

বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি আব্দুল আউয়াল জানান, এলাকার সাধারণ জনগণের দাবির সাথে একাত্বতা ঘোষণা করছি।

বামন্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সহকারী নাজমুল হুদা বলেন, প্রতিদিন ৫০ জনের বেশি রোগী আসে। জনবল ও ঔষধ সংকটে চিকিৎসা সেবা ঠিকমত দেয়া সম্ভব হয় না।

এ ব্যাপারে মেহেরপুর ২ আসনের সদস্য সদস্য মো. সাহিদুজ্জামান খোকন জানান, অত্র এলাকার সাধারণ জনগণের চিকিৎসা সেবা তাদের দোরগোড়ে পৌঁছে দেয়ার জন্য বামন্দী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ২০ শয্যার হাসপাতালের রূপান্তরের কাজ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাবিতে রাতভর সংঘর্ষ
১২ মে ২০২৪ সকাল ০৭:৫৭:৫৯