• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ১০:১৫:২৪ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ১০:১৫:২৪ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

২৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:০৬:২৫

সৈয়দপুরে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটির আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত জেলা, উপজেলা ও পৌর শাখা।

২২ সেপ্টেম্বর জুম্মার নামাজের পর শহরের জিআরপি মোড় হতে বের হওয়া এ বিশাল মোটর সাইকেল শোভাযাত্রাটিতে কালেমা খচিত পতাকা, জাতীয় পতাকা বহন ও বিশ্ব নবীর আগমন-শুভেচ্ছা স্বাগতম, নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহসহ বিভিন্ন স্লোগান দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে ওই শোভাযাত্রা বের করে তারা।

শোভাযাত্রায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর অংগ সংগঠনসহ শহরের বিভিন্ন খানকাহ ও ধর্মীয় সংগঠনসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পূর্বস্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ, সালাম ও মোনাজাতের পর শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি সৈয়্যদ পাপ্পু বাকশী। এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খালিদ আজম, নাদিম আশরাফী, হায়দার এমাদী, আরজু আশরাফী, আশরাফ, নওশাদ আনসারী প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এ উপলক্ষে প্রতি বছর সৈয়দপুরে উত্তরবঙ্গের সর্ববৃহৎ জশনে জুলুস বের করা হয়। এটিকে স্বাগত জানিয়ে প্রতিবছর মিলাদুন্নবীর পূর্বের শুক্রবার বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ