• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:৫৯:০৭ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:৫৯:০৭ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে দুই সন্তানের জননীর আত্মহত্যা!

২৭ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৫৯:১১

সৈয়দপুরে দুই সন্তানের জননীর আত্মহত্যা!

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে দুই সন্তানের জননী ফারজানা বেগম ওরফে শান্তা (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

২৭ আগস্ট রোববার সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রকৌশলী সোহেল রানার (৩৯) বাড়ি নওগাঁ জেলার চক দারাক গ্রামে। তার পিতা আফছার আলি। কয়েক বছর পুর্বে তিনি বগুড়া জেলার ধুপচাচিয়া পুকুরগাছা গ্রামের মৃত কাহিন সরকারের মেয়ে ফারজানাকে বিয়ে করেন। সোহেল রানার কর্মস্থল সৈয়দপুর রেলওয়ে কারখানা। সে কারণে তারা স্বামী-স্ত্রী সৈয়দপুরে বসবাস শুরু করে আসছিল। ২৭ আগস্ট সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে নিয়ে যাওয়া হয় সৈয়দপুর ১০০ শয্যা সরকারী হাসপাতালে। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর হাসপাতালের আরএমও নাজমুল হুদা জানান, রোগীর মৃত্যু হাসপাতালে নেয়ার পুর্বেই হয়েছে।

এটি হত্যা না আত্মহত্যা বলতে পারছে না পুলিশ। তবে এ ব্যাপারে নিহতের স্বামী ডিপ্লোমা প্রকৌশলী সোহেল রানাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের পরিবার এখনও আসেনি। তাদের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় মরদেহর ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মেহেরপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৭:৫০




ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬০
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:১১:০৬