• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৭:০৯ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে কোচিং সেন্টারে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

২৪ আগস্ট ২০২৩ সকাল ০৭:৪১:১৬

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর (৩০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। 

Ad

২২ আগস্ট মঙ্গলবার রাতে ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানাযায়, ভুক্তভোগী পরিবার কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন।

অভিযুক্ত সাগর রংপুরের পীরগাছা থানার শরীফ সুন্দর বাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে। তিনি হরিণাচালা সেলিমনগর এলাকায় আবু সাঈদ গাজীর পাঁচতলা বিল্ডিংয়ের নিচতলার কয়েকটি রুম ভাড়া নিয়ে ‘মা শিক্ষা নিকেতন’ নামক কোচিং সেন্টার পরিচালনা করতেন।

গত ২০২১ সালের জানুয়ারি মাসের এক তারিখে ওই শিক্ষার্থী কোচিং সেন্টারে ভর্তি হয়। প্রতিদিনের ন্যায় গত ১৯ আগস্ট ভোর ৬টার সময় ওই শিক্ষার্থী কোচিং করতে যায়। ওইদিন ভোর সাড়ে ৬টা সময় ওই শিক্ষক অন্যান্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেন। জরুরি কথা আছে বলে তার অফিস রুমে ডেকে নিয়ে যাযন ওই শিক্ষার্থীকে। পরে ওই শিক্ষক রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করেন। উক্ত ঘটনার বিষয়টি কাউকে বললে ধর্ষণের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

এভাবে শিক্ষক নামের এই প্রতারক সাগর ওই ছাত্রীকে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে পরে আরও একাধিক বার ধর্ষণ করেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগের পরেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। ২৩ আগস্ট বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
কালামপুরে গাঁজা ও পিকআপসহ গ্রেফতার ৪
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৫:০০



সংবাদ ছবি
প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:১৪




সংবাদ ছবি
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৩:৫৮




Follow Us