• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৫২:০৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৫২:০৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

৫ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮:০০

গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ফারজানা আক্তার পিয়া (২২) নামে এক গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৪ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ-লক্ষীকোল সড়কের মশিন্দা বিলের মাঝখানে চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই মূল অভিযুক্ত উপজেলার মেরিগাছা গ্রামের মরহুম ওয়াজউদ্দিনের ছেলে লকি উদ্দিন (৪২) ও একই গ্রামের আব্দুল মমিনের ছেলে প্রতিবন্ধী ভ্যানচালক বুলবুল আহমেদকে (৩৫) আটক করেছে পুলিশ।

নিহত প্রিয়া উপজেলার মেরিগাছা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে এবং রংপুরের অনিক হাসানের স্ত্রী। প্রিয়া ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রিয়া মেরিগাছা গ্রামে বাবার বাড়িতে থেকে ঈশ্বরদী ইপিজেডে রুলিং বিডি নামে একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। প্রতিবেশী লকি উদ্দিন তাকে কু-প্রস্তাব দেয়াসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। এর জের ধরে মাস ছয়েক আগে প্রিয়ার স্বজনরা লকি উদ্দিনকে মারধরও করেন। শুক্রবার সন্ধ্যায় গার্মেন্টস ছুটি হলে বাসে এসে রাত সাড়ে ৮টার দিকে কয়েন বাজারে নামেন। এরপর প্রতিদিনের মতো প্রতিবেশী বুলবুলের ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে মশিন্দা বিলের মাঝখানে চৌরাস্তা এলাকায় ভ্যানচালকের সহযোগিতায় লকিউদ্দিনসহ কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ভ্যান থেকে নামিয়ে নিয়ে যায়। এ সময় প্রিয়া তার বাবার মোবাইলে কল দিয়ে লকি উদ্দিন তাকে ধরে নিয়ে যাচ্ছে বলতেই কলটি কেটে যায়। এরপর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে বিলের মধ্যে মরদেহ ফেলে রেখে যায়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, রাতেই মূল অভিযুক্তসহ দু’জনকে আটক ও রহস্য উদঘাটন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ