• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ১০:০৩:০২ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ১০:০৩:০২ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিষ খাইয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে হত্যা

৫ আগস্ট ২০২৩ দুপুর ১২:৪৮:০২

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিষ খাইয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে হত্যা

সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জুসে বিষজাতীয় দ্রব্য মিশিয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী তামান্না আক্তার তানিয়া নামের এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ৩ আগস্ট মঙ্গলবার রাত ৮টার দিকে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়।

গত ১৯ জুলাই সকালে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জেরে স্কুলে যাওয়ার পথে বিষ মিশানো জুস খাওয়ানো হয় ওই স্কুলছাত্রীকে। উপজেলার গণিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তামান্না (১৪) উপজেলার সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের মো. জামাল উদ্দিনের মেয়ে ও অভিযুক্ত কালন আহমেদ একই গ্রামের রশিদ আলীর ছেলে।

এ ঘটনায় কালনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা করেছেন ভিকটিম ছাত্রীর বাবা জামাল উদ্দিন।

মামলার বিবরণে জানা যায়, কালন আহমেদ স্কুলে যাতায়াতের সময় তামান্নাকে উত্ত্যক্ত করত ও প্রেমের প্রস্তাব দিত। এ নিয়ে তামান্নার বাবা কালনের অভিভাবকের কাছে বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে কালনের দৌরাত্ম্য আরও বেড়ে যায়। এক পর্যায়ে গত ১৯ জুলাই স্কুল যাওয়ার পথে কালন তামান্নাকে একটি জুস দিয়ে পান করতে বলে। তামান্না ভয়ে জুস পান করে বিদ্যালয়ে চলে যায়। এতে তার শারীরিক অবস্থা খারাপ হলে স্কুল থেকে বাড়ি ফিরে অভিভাবকদের বিষয়টি জানায়। তাকে প্রথমে জকিগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তামান্নাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে মামলার পর কালন আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছেন।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, নিহত তামান্নার ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য পাওয়া যাবে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, জুসের সাথে বিষ দিয়ে প্রাণে মারার অভিযোগে মামলার করা হয়েছে। অভিযুক্ত কালন আহমদকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। বিষয়টির রহস্য উদঘাটনের পুলিশ তৎপর রয়েছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩