• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৬:২৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৬:২৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাহাড়ি ঢলে প্লাবিত বাঙালহালিয়ার কয়েকটি গ্রাম

৫ আগস্ট ২০২৩ সকাল ১০:১৬:২৪

পাহাড়ি ঢলে প্লাবিত বাঙালহালিয়ার কয়েকটি গ্রাম

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে রাঙামাটি রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়ায়। এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে প্রবল স্রোতের পানি প্রবেশ করছে লোকালয়ে। এতে প্লাবিত হচ্ছে বাঙালহালিয়া বাজার ও আশপাশের কয়েকটি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। অনেকের ঘরে পানি থাকায় রান্নাবান্না করতে পারছেন না। শুকনো খাবার খেয়ে দিন কাটছে তাদের।

সরেজমিন ঘুরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ৪ আগস্ট শুক্রবার সকালে উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের বাণিজ্যিক এলাকা বাঙালহালিয়া বাজার ও মহিলা সদস্যা বাপ্পি দেবের বাড়ী সংলগ্ন স্থান দিয়ে পাহাড়ি ঢলের পানি ঢুকছে নিচু এলাকায়। বাজারের পাশের কেন্দ্রীয় শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির এলাকা প্লাবিত হয়েছে। প্লাবিত গ্রামগুলোর বাসিন্দারা গবাদিপশু নিয়ে পড়েছে বেকায়দায়। ঢলের পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ।

বাঙালহালিয়া  ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করেছি।  ক্ষতিগ্রস্তদের  তালিকা তৈরি করা হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।

এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ  জানান, স্থানীয় মানুষরা যাতে ভবিষ্যতে আর পানিবন্দি না হয় সে বিষয়ে চেয়ারম্যানের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে । সেই সঙ্গে বর্তমানে পানিবন্দিদের সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে সাহায্য চাওয়া হবে।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ