• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৩৪:১৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৩৪:১৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জ থানার ২ কনস্টেবলকে বিদায়ী সংবর্ধনা

২ আগস্ট ২০২৩ বিকাল ০৫:১৫:৪৪

সিদ্ধিরগঞ্জ থানার ২ কনস্টেবলকে বিদায়ী সংবর্ধনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ থেকে অবসরে যাওয়া কনস্টেবল মো.আমজাদ মিয়া এবং মো. ওসমান মিয়াকে সুসজ্জিত গাড়িতে করে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। ২ আগস্ট বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফার তত্তাবধানে পরিদর্শক মো. গোলাম মোস্তফা সভাপতিত্বে এবং এসআই মো. ইয়াউর হোসেন মিয়ার সঞ্চালনায় সিদ্ধিরগঞ্জ থানার কনস্টেবল আমজাদ মিয়া ও ওসমান  মিয়ার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কনস্টেবল মো. আমজাদ মিয়া ও ওসমান মিয়া তাদের চাকুরী জীবনের স্মৃতিচারণ করেন। চাকুরী শেষে এমন সম্মানের সাথে বিদায় নিতে পেরে তার সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় তারা সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক, এস আই ইয়াউরসহ সকল অফিসার ও তাদের সহকর্মীবৃন্দ।

বিদায়ী মো. আমজাদ মিয়া ও ওসমান মিয়াকে সিদ্ধিরগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।

অবসর নেয়া মো. আমজাদ মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া থানার সালামউল্লার ছেলে এবং মো. ওসমান মিয়া গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার আব্দুল খালেক মোল্লার পুত্র। বিদায়ী ২ পুলিশ সদস্যকে সসুজ্জিত গাড়িতে করে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, বিদায়বেলায় একজন পুলিশ সদস্যেকে হাসিমুখে বিদায় দিতে পেরে আমার আনন্দিত। আমি তাদের সুন্দর অবসর জীবন কামনা করছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪