• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১০:০০:৫৬ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১০:০০:৫৬ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণ লুটের অভিযোগ

১ আগস্ট ২০২৩ সকাল ১১:৩৬:২০

রাঙ্গুনিয়ায় ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণ লুটের অভিযোগ

অভিযুক্ত রুপন শীল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় রনি শীল (৩৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে৷ এসময় তার সাথে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রহ্মোত্তর দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড মজুমদারখীল গ্রামের গোপাল শীলের ছেলে। ব্রহ্মোত্তর রাস্তার মাথা এলাকায় তার একটি স্বর্ণের দোকান রয়েছে।

২৮ জুলাই রাতে ঘটা এই ঘটনায় ৩১ জুলাই সোমবার সকালে রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ করেন ওই ব্যবসায়ী। অভিযোগে তিনি একই গ্রামের গোরাঙ্গ মোহন শীলের পুত্র রুপন শীলকে (৪৫) অভিযুক্ত করেন।

লিখিত অভিযোগে তিনি জানান, গত ২৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে স্বর্ণ ব্যবসায়ী রনি শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ব্রহ্মোত্তর দক্ষিণপাড়া নতুন পুকুর পাড়ের সামনে এলে অভিযুক্ত রুপন শীল তার পথরোধ করে এলোপাথারী মারধর শুরু করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পরে যান। এমনকি তার বাম চোখে আঘাত লেগে গুরুতর জখম হয়। পরে তার ব্যাগে থাকা নগদ ৪৮ হাজার ৭২০ টাকা, দুই ভরি দুই আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও এক জোরা হাতের বালা নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেয়ার পরে তাকে নগরীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রনি শীল বলেন, সে আমার একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো। ঘটনার দিন সে কিছু বুঝে উঠার আগেই আমাকে এলোপাথাড়িভাবে মারধর করে আমার প্রায় অর্ধ লাখ টাকা, স্বর্ণের চেইন ও বালা নিয়ে যায়। আমার বাম চোখ অনেকটা নষ্টের উপক্রম হয়েছে এখন। অভিযুক্ত রুপনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, মাদক ব্যবসাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসবের কারণে সে জেলও খেটেছে।

অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত রুপন শীলের মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। 

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার দে জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪