• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:২৫:২২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:২৫:২২ (11-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

আদমদিঘীতে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ৪

১৫ জুলাই ২০২৩ দুপুর ১২:০১:১০

আদমদিঘীতে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ৪

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদিঘীতে একটি বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। ১৪ জুলাই শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার মুরইল এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও দু’জন মারা যায়।

নিহতরা হলেন ট্রাকচালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

আদমদিঘী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকচালক ও মালিক মোস্তাক আলী। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে ট্রাকমালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলাম মার যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ