• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩৭:৫৬ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩৭:৫৬ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চীনে মুসলিমদের ওপর অত্যাচারের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

৫ জুলাই ২০২৩ বিকাল ০৪:২৯:২৫

চীনে মুসলিমদের ওপর অত্যাচারের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি: চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা, আটক, জাতীগত নিধন ও অত্যাচারের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

৫ জুলাই বুধবার পঞ্চগড় সচেতন নাগরিক সমাজের ব্যানারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ৫ জুলাই উইঘুরদের ‘উইকমিরি ম্যাসাকার’ দিবস উপলক্ষে সংগঠনটি এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সম্মিলিত সামাজিক আন্দোলন পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, দিশারী নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কলামিস্ট মাহমুদ হোসেন সুমন, তরুণ সমাজকর্মী সাইফুল ইসলাম শান্তি, শ্রমিক নেতা রাশেদুজ্জামান রাশেদ, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম ইরান, সাংবাদিক ইনসান সাগরেদ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে চীনের হাতে আটক দশ লাখ উইঘুরদের মুক্তি দেওয়ার জোর দাবি জানান। তারা চীনের উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ করে স্বাধীনভাবে বেঁচে থাকার পথ তৈরি করে দিতে দেশটির সরকারের প্রতি আহবান জানান। 
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ