• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৫৩:৫১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৫৩:৫১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বোনকে নির্যাতনের অভিযোগ করায় ভাইকে কুপিয়ে জখম

৫ জুলাই ২০২৩ বিকাল ০৪:১৫:২৩

বোনকে নির্যাতনের অভিযোগ করায় ভাইকে কুপিয়ে জখম

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটের আদিতমারী উপজেলায় থানায় বোনকে নির্যাতনের অভিযোগ করায় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। ৩ জুলাই সোমবার দুপুরে এ ঘটনার বিচার চেয়ে মেয়ের জামাই এবং তার ভাইয়ের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত যুবকের বাবা নুর ইসলাম। অভিযুক্তরা হলেন, উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী কেন্দ্রীয় কবরস্থান এলাকার আব্দুল মালেকের ছেলে খোরশেদ আলম (৩২) ও তার ভাই রাশেদুল ইসলাম(২৬)।

অভিযোগে জানা গেছে, আদিতমারী কেন্দ্রীয় কবরস্থান এলাকার আব্দুল মালেকের ছেলে রাশেদুল ইসলামের সাথে আড়াই বছর আগে বিয়ে হয় মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন গ্রামের নুর ইসলামের মেয়ে নিলুফা বেগমের। বিয়ের পর থেকে যৌতুক দাবিতে নিলুফারের উপর নির্যাতন করে আসছিলো স্বামী রাশেদুল ও তার পরিবারের সদস্যরা। এরই জেরে ১৪ এপ্রিল নিলুফাকে বেধরক মারপিট করে রাশেদুল ও তার পরিবারের লোকজন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার প্রতিকার ও বিচার চেয়ে রাশেদুল ও তার পরিবারের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নিলুফা।


এ অভিযোগের জেরে ২ জুলাই রোববার রাতে স্থানীয় তিস্তা স্প্যার বাঁধের পাশে নিলুফারের ভাই মো. আরিফুল ইসলামের (২৩) দোকানে হামলা চালায় অভিযুক্ত রাশেদুল ও তার ভাই খোরশেদ। হামলায় রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় আরিফুলকে। এসময় দোকানে লুটপাট করে হামলাকারীরা। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এসময় গুরতর আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আরিফুলের বাবা নুর ইসলাম বাদি হয়ে রাশেদুল ও খোরশেদ আলমের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আপোষ করতে চাওয়ায় আগের অভিযোগটি আমলে নেয়া হয়নি। তবে বাদির ভাই আরিফুলকে কুপিয়ে জখমের অভিযোগটি আমলে নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রাবিতে রাতভর সংঘর্ষ
১২ মে ২০২৪ সকাল ০৭:৫৭:৫৯