• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৭:৩৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৭:৩৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

তালতলীতে ইউপি সদস্যের বিরুদ্ধে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪

১ জুলাই ২০২৩ বিকাল ০৫:২৪:১৪

তালতলীতে ইউপি সদস্যের বিরুদ্ধে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ছোটবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কালামের নেতৃতে বসতবাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী আ. রব বিশ্বাস বাদী হয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

৩০ জুন শুক্রবার দুপুরে উপজেলার সুন্দরিয়া এলাকা এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে ও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার আ. রব বিশ্বাস পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। বিবাদি ইউপি সদস্য মো. কালাম ও নিজাম হাওলাদার ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান। এই জের ধরে শুক্রবার ইউপি সদস্য মো. কালামের নেতৃতে ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে বসত বাড়িতে হামলা চালায়। এ সময় বসত ঘর ও গোয়াল ঘর কুপিয়ে তছনছ করে। বসত ঘর ও জমি রক্ষা করতে এলে আ.সালাম (৪৮), বাবুল (৪৫), সনিয়া (২৮) ও কামাল  বিশ্বাস (৩২) কে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চলতি বছরে ইউপি সদস্য মো.কালামের বিরুদ্ধে এক হিন্দু বাড়িতে হামলা চালানোর অভিযোগও রয়েছে।

ইউপি সদস্য মো.কালাম বলেন, এবিষয়ে আমি কিছু জানি না। তবে শুনেছি মারধরের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০