• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ১২:১৪:৩৭ (14-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ১২:১৪:৩৭ (14-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পূর্বধলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

২৬ জুন ২০২৩ দুপুর ০১:৩৪:৩২

পূর্বধলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি: শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে চলমান দুর্ঘটনা প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পূর্বধলা উপজেলার সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ। ২৫ জুন রোববার দুপুরে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে মানববন্ধন, প্রতীকী লাশ হয়ে রাস্তায় শুয়ে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে। এর আগে গত ১৫ জুন বৃহস্পতিবার রাত ১১ টায় সিএনজিযোগে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের চাপায় নিহত হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফরিদুজ্জামান রিফাত। ঐ ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে শিক্ষার্থীরা পুরো মহাসড়কে রোড ডিভাইডার স্থাপন, ওভারলোডিং স্কেল চালু, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো বন্ধ, শ্যামগঞ্জ-বিরিশির মহাসড়কে থ্রী হুইলার নিষিদ্ধকরণ, নির্দিষ্ট দূরত্ব পর পর পুলিশ বক্স স্থাপন ও সার্বক্ষণিক তদারকি, সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল নিষিদ্ধকরণ বাস্তবায়ন করা এবং বালুবাহী ট্রাক চলাচলের সময় তা ঢেকে পরিবহন নিশ্চিত করার ৯ দফা দাবি জানায়।

প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের অবস্থানকালে নেত্রকোনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ প্রিন্স ও পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ সপ্তাহের মধ্যে সকল দাবি পূরণের আশ্বাস দেন।

দায়িত্বশীল মহলের এমন আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যায়। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পূর্বধলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম আঙ্গুর, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোস্তাক আহমেদ খানসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭