• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৩৩:৩৩ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৩৩:৩৩ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুখে কালো কাপড় বেঁধে ইমজার অবস্থান কর্মসূচি

১৭ জুন ২০২৩ রাত ০৯:২২:২২

মুখে কালো কাপড় বেঁধে ইমজার অবস্থান কর্মসূচি

সিলেট প্রতিনিধি: জামালপুর জেলার বকশীগঞ্জে বাংলানিউজটুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)।

১৭ জুন শনিবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে এ হত্যার প্রতিবাদ জানানো হয়।

এ সময় ইমজার নেতারা বলেন, সাংবাদিকরা যেহেতু রাষ্ট্র ও সমাজের মঙ্গলের জন্য সব অন্যায়কারী, অত্যাচারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, সুতরাং এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এর অন্যতম উদাহরণ সাংবাদিক নাদিমের হত্যাকান্ড। বর্বরোচিত এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতারা। এ সময় নাদিম হত্যাকান্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত সবাইকেই তদন্ত সাপেক্ষে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান ইমজার নেতারা। এছাড়া সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে পাঠিয়ে দ্রুত সময়ে বিচার নিষ্পত্তির দাবি জানিয়েছেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক গোলজার আহমেদ, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, এটিএন বাংলার প্রতিনিধি শাহ মুজিবর রহমান, এনটিভির প্রতিনিধি মারুফ আহমেদ, বাংলাভিশনের প্রতিবেদক দিপু সিদ্দিকী, গাজী টিভির প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, চ্যানেল আইয়ের নিজস্ব প্রতিবেদক সাদিকুর রহমান, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবিরসহ ইমজার সকল সাংবাদিকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪