• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২০:৪৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২০:৪৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘাটাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩০ মে ২০২৩ বিকাল ০৪:১০:১৬

ঘাটাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল উত্তর প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে মঙ্গলবার সকাল ১১ টায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মতিয়ুর রহমান, টাঙ্গাইল দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ নুর আলম,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ফখরুল ইসলাম, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক ও দেশ টিভি জেলা প্রতিনিধি মো. আতিকুর রহমান প্রমুখ।

প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, ঘাটাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্রাট বাবর। বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করছেন চৈথট্র গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খান, সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বনাম সালেহা  ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়। বিতর্ক শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ