• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১১:০৯:৩৮ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১১:০৯:৩৮ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

পৌরসভা

সৈয়দপুর পৌরসভার রাস্তায় পানি, ভোগান্তিতে এলাকাবাসী

২৯ মে ২০২৩ দুপুর ০১:০১:০০

সৈয়দপুর পৌরসভার রাস্তায় পানি, ভোগান্তিতে এলাকাবাসী

মো. মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি: বৃষ্টি নেই, বন্যা নেই, তবুও রাস্তায় হাটু পানি। বাসা-বাড়িতে ব্যবহৃত পানিতেই দিনের পর দিন তলিয়ে থাকছে সৈয়দপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক। ড্রেনের ময়লা পানি রাস্তা পেরিয়ে বাড়ির আঙ্গিণা এবং ঘরে প্রবেশ করছে । ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়ায় এবং নিয়মিত পরিষ্কার না করায় স্থায়ী রুপ নিয়েছে ।

পায়ে হেটে চলাচল তো দূরের কথা, যানবাহনেও যাতায়াত দূরহ হয়ে পড়েছে। শিশুরা স্কুলে আর মুসল্লিরা মসজিদে যেতে পারছে না। দীর্ঘ দিন থেকে জমে থাকা এই নোংরা পানিতে গ্রীষ্মের তীব্র রোদ পড়ে পঁচে দূর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে পরিবেশ চরম দূষণ হচ্ছে। ফলে অবর্ণনীয় ও অসহনীয় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

এমন বেহাল পরিস্থিতি বিরাজ করছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভায়। প্রথম শ্রেণির পৌরসভার নাগরিকরা আজ তৃতীয় শ্রেণির সেবা থেকেও বঞ্চিত । বছরের পর বছর ধরে এই অবস্থায় থাকলেও পৌর পরিষদ জনদুর্ভোগ লাঘবে কোনও উদ্যোগ না নেয়ায় ক্রমেই তা বেড়েই চলেছে। এলাকাবাসী বার বার দাবি জানালেও কোনও ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। ফলে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। গত তিন বছরে এই সমস্যা আরও প্রকট হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের ৮ নং ওয়ার্ডের হাতিখানা এলাকার ক্যাম্পের সামনের রাস্তার পুরোটাজুড়ে পানি। কোন কোন বাড়ির আঙ্গিণাও পানিমগ্ন। বাধ্য হয়ে ছাত্র-ছাত্রী ও লোকজন তার মধ্যেই যাতায়াত করছে । শিশু ও বৃদ্ধরা চলাচল করতে পারছে না। অসুস্থদের হাসপাতালে নেয়া খুবই কষ্টসাদ্য।

একই অবস্থা ১৩ নং ওয়ার্ডের বাঁশবাড়ি শহীদ নুর মুহাম্মদ সড়ক, ১২ নং ওয়ার্ডের নতুন বাবুপাড়ায় খ্রীষ্টানপাড়ার ভিতর দিয়ে মন্ডল ভবন হয়ে ইত্তেহাদুল মুসলেমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী সড়ক, ১৫ নং ওয়ার্ডের মিস্ত্রীপাড়া মোড় থেকে বসুননিয়াপাড়া মোড় পর্যন্ত সড়ক, ৫ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার রেলওয়ে কলোনীর ও ২ নং ওয়ার্ডের রেলওয়ে কলোনীর সড়কগুলোসহ পুরো পৌর এলাকায় বেশকিছু রাস্তায়।

এলাকাবাসী জানায়, এই সড়কগুলোর সাথে ড্রেন থাকলেও তা পানি নিঃসরণের অনুপযোগী। ময়লা আবর্জনায় ভরাট হয়ে পড়েছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় পানি নিঃসরণ হতে পারছে না।

এবিষয়ে সৈয়দপুর পৌরসভার মেয়রকে একাধিকবার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মেহেরপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৭:৫০




ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬০
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:১১:০৬