• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১২:৫২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১২:৫২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ

২৮ মে ২০২৩ সকাল ১১:৪২:৩০

কেরানীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে ২৬মে শুক্রবার সকালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ মে শনিবার বিকেল পাঁচটায় উপজেলার জিনজিরা বাসরোড দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় ও  উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ ।

এ সময় বক্তারা বলেন, কেরানীগঞ্জের মাটিতে বিএনপির আর কোনও কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন,জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন প্রমুখ।

উল্লেখ্য, জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সুমন বাদী হয়ে বিএনপি নেত্রী নিপুন রায়চৌধুরী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবুরসহ ৯৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা শতাধিক আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।  এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ