• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৮:০৯:৪৫ (09-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৮:০৯:৪৫ (09-Jun-2023)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধরের অভিযোগ

২০শে মে ২০২৩ বিকাল ০৫:৪৮:০৫

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধরের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার বাবা ও দাদীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ১১ মে শনিবার এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ মে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শহরের গার্ডপাড়া মহল্লার মো. সনুর ছেলে মো. সাকিব ওরফে আপেল (২২) দীর্ঘদিন থেকে অশ্লীল কথা-বার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে ভুক্তভোগী স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিলেন। স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই এভাবে উত্যক্ত করায় মানসিকভাবে ভেঙে পড়েন ঔ শিক্ষার্থী।

এর মাঝে ১১ মে বেলা সাড়ে তিনটায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ গলিতে জনৈক পারভেজের বাসার সামনে ফের উত্যক্ত করে। এতে মেয়েটি পরদিন স্কুলে যেতে অনিহা প্রকাশ করে এবং রাতে তার দাদীকে সব খুলে বলে। এ ঘটনায় মেয়েটির দাদী তার নাতনীকে নিয়ে আপেলের অভিভাবকদের বিষয়টি জানাতে তাদের বাড়িতে যায়। এ সময় আপেল মেয়েটি দাদীকে অকথ্য গালিগালাজ করেন । এ ঘটনা মেয়েটি তার বাবাকে ফোন করে জানালে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উপুর্যুপুরি মারধর করে আপেল ও তার অজ্ঞাত কয়েকজন সহযোগী। ছেলেকে বাচাতে ভুক্তভোগী ছাত্রীর দাদি এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এসময়। এসময় এলাকাবাসী তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ১৩ মে সৈয়দপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আপেলকে গ্রেফতার করা হলেও অজ্ঞাত আসামীদের গ্রেফতারে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে আসামী পক্ষ থেকে ভুক্তভোগীদের অভিযোগ তুলে নিতে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী মেয়েটির পরিবার। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।


এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ নেয়া হয়েছে এবং প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাতদের সনাক্ত করে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধেই যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
  
এ ঘটনায় প্রশাসন, মানবাধিকার সংগঠন ও মিডিয়ার সহযোগীতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি। সেইসাথে সকল আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আমতলীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
৯ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০২:২৮





সিরাজুল আলম খান আর নেই
৯ই জুন ২০২৩ বিকাল ০৫:০৩:০৭







২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
৯ই জুন ২০২৩ দুপুর ১২:২৯:১১

উচ্চ রক্তচাপের লক্ষণ ও প্রতিকার
৯ই জুন ২০২৩ দুপুর ১২:০৩:০৫




ASIAN TV