• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৪:৫৭ (24-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৪:৫৭ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুর আদর্শ গ্রাম থেকে রোহিঙ্গা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০ মে ২০২৩ বিকাল ০৪:৩৮:৫৫

রামুর আদর্শ গ্রাম থেকে রোহিঙ্গা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুর আদর্শ গ্রাম থেকে সমিরা (১৫) নামের এক রোহিঙ্গা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৯ মে শুক্রবার দুপুরে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বলি পাড়া আদর্শ গ্রামের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সমিরা আনোয়ার হোসেনের (কালুর) স্ত্রী। তারা স্বামী স্ত্রী দু'জনেই রোহিঙ্গা বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বাবুল জানান, খুনিয়া পালং বলি পাড়া আদর্শ গ্রামে খোকন নামে এক ব্যক্তির বরাদ্দকৃত একটি বাসায় ভাড়া থাকতেন সমিরা ও তার স্বামী। শুক্রবার সকালে সমিরা ও তার স্বামী আনোয়ার হোসেনের মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে আনোয়ার হোসেন সমিরাকে বেধড়ক মারধর করে বাসা থেকে বের হয়ে যায়। পরে সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয়রা সমিরার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সমিরা আত্মহত্যা করেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বুড়িচং উপজেলা সমিতির এজিএম ৬ জুলাই
২৪ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৩৫:৫৫



বড়াইগ্রামে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ
২৪ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৫৮:১১


কালাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
২৪ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৪৭:১৪