• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ১২:৩৮:৪৭ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

ঘূর্ণিঝড় মোখার আঘাতে সেন্টমার্টিন লন্ডভন্ড: ২ জনের মৃত্যু

১৪ মে ২০২৩ বিকাল ০৩:২৭:৪৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের সেন্টমার্টিনে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। এতে লন্ডভন্ড হয়ে গেছে পুরো সেন্টমার্টিন। দ্বীপের বিভিন্ন স্থানে বেশ কিছু বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে।

Ad

সর্বশেষ খবর অনুযায়ী গাছচাপা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ১৪ মে রোববার দুপুরে সেন্টমার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

Ad
Ad

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে গাছচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন মারা গেছেন।

পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

সেন্টমার্টিনের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এই মুহূর্তে সেন্টমার্টিনে বাতাসের গতি প্রচুর। অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। শুনেছি গাছ পরে এক নারীর মৃত্যুও হয়েছে। কিন্তু বৈরি পরিবেশের কারণে বাইরে যাওয়ার সুযোগ নেই।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিনে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এর ফলে ঘরবাড়িসহ ভবন দুলছে।

দুপুরে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকির সম্ভাবনা ছিল, এখন আর ততটা ঝুঁকি নেই। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বিকেলে প্রধান বিচারপতি বিদায়ী অভিভাষণ দেবেন
১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:৪৭




সংবাদ ছবি
টানা দ্বিতীয় জয় পেল মুস্তাফিজের দুবাই
১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:০৬





সংবাদ ছবি
হিটলিস্টে আছেন আরও অনেকে: আসিফ মাহমুদ
১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২০:৫১


Follow Us