• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ০১:৪৩:৫৫ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ০১:৪৩:৫৫ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরাণীগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

৮ মে ২০২৩ রাত ০৯:০০:৪৭

কেরাণীগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরাণীগঞ্জে জমি নিয়ে বিরোধে ২ পক্ষের সংঘর্ষে সজীব (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় নারী ও পুরুষসহ অন্তত আরও ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। 

৮ মে সোমবার দুপুরে কেরাণীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের কলমারচর এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয়রা নিহত সজীব সহ আহত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ তারানগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমানসহ কয়েকজনকে  আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, কলমারচর এলাকায় ফরিদউদ্দীন, আ: মান্নান, মোনায়েম হোসেন, লিসা আফরিন ও সাবরিনা ইয়াসমিনের সাথে স্থানীয় ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা শামসুল আলমের ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধ ছিল। ৮ মে সোমবার সকালে ফরিদউদ্দিন গং বেশ কয়েকজন শ্রমিক নিয়ে বিরোধপূর্ণ জমিতে সাইনবোর্ড লাগাতে গেলে শামসুল আলম ও তার ছেলে মামুন সহ বেশ কয়েকজন তাদেরকে বাধা দেয়। এ সময় ২ পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে সজীব ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হয়। এসময় আরো ৪ জন গুরুতর জখম হয়।

জানা যায়, ফরিদ উদ্দিন কিছু দিন আগে স্থানীয় শাহাবুদ্দিনের কাছ থেকে বিরোধপূর্ন জমিটি ক্রয় করে নামজারি ও খাজনা পরিশোধ করে জমিতে সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন।  এসময় শামসুল আলম ও তার সহযোগীরা সাইনবোর্ড ফেলে দেয়। এ নিয়ে আদালতে একটি মামলা করলে আদালত সেখানে ১৪৫ ধারা জারি করে। আদালতের নিষেধাজ্ঞ অমান্য করেই এমন হামলার ঘটনা ঘটেছে।

কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ