মো. ফজলুল হক,পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রূপপুরে নির্মানাধীন (আরএনপিপি) পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে রিয়াবোভা গুলনারা (৫১) নামের এক রাশিয়ান নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ মে বৃহস্পতিবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে, সকালে গ্রিনসিটির একটি আবাসিক ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত নারী রূপপুর প্রকল্পে এএসই নামে একটি রাশিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মত অফিসের ডিউটি শেষ করে ৩ মে বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর আর কক্ষ থেকে বেড় হননি। সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করলে কোনও সারাশব্দ না পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ গিয়ে দড়জা ভেঙে লাশটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তর প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available