• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০৩:২৪:০৬ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০৩:২৪:০৬ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হলেন রফিকুল

৯ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:১১:৪৩

শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হলেন রফিকুল

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বগুড়ার ধুনট উপজেলা শাখার দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কাদাই আবু হাসান ঠান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, বগুড়া জেলা শাখার সভাপতি জুলফিকার আলী প্রামানিক, সাধারণ সম্পাদক ফজলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ।

সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের অধিকার রক্ষার জন্য কাজ করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা এবং দায়িত্বশীল ভূমিকাকে বিবেচনায় এনে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে।

নব- নির্বাচিত সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেছেন, শিক্ষকদের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। এই পদ আমার জন্য শুধু সম্মানের নয়, দায়িত্ববোধেরও প্রতীক।

উল্লেখ্য, ধুনট উপজেলা শাখার নতুন কমিটিতে গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন সভাপতি, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেন সাধারণ সম্পাদক এবং কাদাই আবু হাসান ঠান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও বুড়ির ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিদুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শাহবাগ অবরোধকারীদের সরিয়ে দিল পুলিশ
১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:০৬