• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৫৭:৫৬ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৫৭:৫৬ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এনায়েতপুরে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

৩০ এপ্রিল ২০২৩ সকাল ১১:৩২:১১

এনায়েতপুরে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

 হিমেল হক, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর মন্ডল পাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। মাদক, জঙ্গিবাদ, অপসংস্কৃতি থেকে রক্ষা, সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি ও দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হারিয়ে যাওয়া এ লাঠিবাড়ি খেলার আয়োজন করা হয়।

২৯ এপ্রিল শনিবার বিকেলে জেলার এনায়েতপুর থানার মন্ডল পাড়া গ্রামে আয়োজন করা হয় এই  খেলার । এনায়েতপুর মন্ডলপাড়া গ্রামের যুবকদের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী এই লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়।

নুরুল আলম মন্ডলের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মেরাজুল ইসলাম স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহআলম সেখ, আলী হোসেন সেখ।

খেলা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত-শত নারী-পুরুষ, বৃদ্ধ, শিশু ভিড় জমান। খেলার মাঠ পরিণত হয় মানুষের মিলন মেলায়।

খেলায় অংশ নেওয়া প্রবীণ লাঠিয়ালরা জানান, আমরা পূর্বপুরুষ থেকে বর্তমান বিভিন্ন এলাকায় এ লাঠিবাড়ি খেলা খেলে থাকি, এই বছর আমরা ১৭৯ তম লাঠিবাড়ি খেলা উৎসব পালন করছি।

প্রবীণ লাঠিয়ালরা আরও জানান, তবে এই খেলার সঙ্গে জড়িতরা প্রায় সবাই গরিব। তারা দুঃখ-দৈন্যে জীবনযাপন করেন। তাদের জন্য সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তেমন কোনো ব্যবস্থা হলে নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা এই খেলাকে আরও বড় পরিসরে মানুষের সামনে তুলে ধরতে পারতেন।

প্রবীণ লাঠিয়ালরা বলেন, ঐতিহ্য রক্ষায় সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া সব খেলা রক্ষার উদ্যো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ