• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৩:২৫:৫১ (11-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৩:২৫:৫১ (11-Jun-2023)
  • - ৩৩° সে:

জেলার খবর

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

১১ই এপ্রিল ২০২৩ সকাল ১০:৩৭:৫১

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কোটবাজার ঝাউতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মো. ফরিদ আহমেদ (ফরিদ মিস্ত্রি) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

৯ এপ্রিল রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের মৃত কবির আহমদের পুত্র ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদ কোটবাজার ঝাউতলা নামক এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা কক্সবাজার গামী একটি সেন্টমার্টিন বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি ওই গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে  কোটবাজার স্টেশন মোড়ে গাড়িটিকে আটকে রেখে কিছুটা ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, ঘাতক বাসকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । তার পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টঙ্গীতে যুবকের মরদেহ উদ্ধার
১০ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:২১







রংপুরে যুবলীগের ছাতা ও পানি বিতরণ
১০ই জুন ২০২৩ বিকাল ০৫:৪৫:৪৯









ASIAN TV