• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:০২:০৫ (25-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:০২:০৫ (25-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিসভা

২ অক্টোবর ২০২৪ সকাল ১০:১১:৫৩

দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিসভা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১ অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তুরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এস এম সাইফুর রহমান কমান্ডার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র অরেন্ট অফিসার মকবুল হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার রাজু আহমেদ।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল দে সরকার , জামায়াতে ইসলামি দেবীগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আবুল বাশার বসুনীয়া, থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই সুমন রায়, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ রায়, প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যানগণ ও উপজেলার প্রতিটি দপ্তর প্রধান, প্রতিটি (১১৬টি) দুর্গা মণ্ডপের সভাপতি ও সম্পাদকগণ, জামায়াতে ইসলামি বাংলাদেশের নেতাকর্মী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, মন্দিরে ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর টিমসহ যৌথ বাহিনী সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে । পূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রতিটি মন্দিরে আনসার সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে । এছাড়াও পুলিশ সদস্যদের পাশাপাশি প্রতিটি মন্দিরে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), আইনের বিধি নিষেধ মেনে চলার আহ্বান করে, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল পক্ষের সার্বিক সহযোগিতা চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
২৫ এপ্রিল ২০২৫ সকাল ০৮:৩৫:৩৮