মানিকগঞ্জ প্রতিনিধি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ কোনো সুষ্ঠু নির্বাচন দেখেনি। ভোট দিতে এসে অনেকেই দেখেছে তাদের ব্যালট আগেই চুরি হয়ে গেছে। কোথাও আবার ভোটারদের সামনেই ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

২৩ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


প্রেস সচিব বলেন, এখন দেশের মানুষ এই নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দেশের বিভিন্ন স্থানে যে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে হাজার হাজার থেকে শুরু করে লাখ লাখ মানুষের উপস্থিতিই তার প্রমাণ। এসব সমাবেশ স্পষ্ট বার্তা দিচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‘হ্যাঁ ভোট’ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সরকারিভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেন এই সরকার ‘হ্যাঁ ভোট’ দেওয়ার আহ্বান জানাচ্ছে, সে বিষয়ে সেখানে স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। পাশাপাশি আলী রিয়াজও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন কেন ‘হ্যাঁ ভোট’ প্রয়োজন।
প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আরও বলেন, দেশের ৪৯৫টি উপজেলায় ‘হ্যাঁ ভোট’-এর প্রচারণায় বিশেষ ভোটের গাড়ি পাঠানো হয়েছে। ইতোমধ্যে এসব গাড়ির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে বলেও দাবি করেন তিনি।
এর আগে তিনি ঢাকার ধামরাই উপজেলার বাটুলিয়া বুচাই পাগলার মাজার পরিদর্শন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available