• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ সকাল ০৬:৫৫:০৮ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ সকাল ০৬:৫৫:০৮ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেশাগ্রস্ত অবস্থায় বন্ধুকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

১৪ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:০৮:৩৮

নেশাগ্রস্ত অবস্থায় বন্ধুকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে রাসেল নামে এক যুবক খুন হয়েছেন। ঘাতক ওই যুবকের নাম শহীদ হোসেন। খুন করে নিজেই পুলিশকে কল করে আত্মসমর্পণ করেন শহীদ।

১৪ সেপ্টেম্বর শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। এ ঘটনায় রাসেলের শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম। পরে রাতেই শহীদকে সাথে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায় পুলিশ। অনেক খোঁজাখুঁজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশে ধান ক্ষেত পরিচর্যার জন্য গিয়ে মরদেহ দেখতে পায় ও পুলিশকে খবর দিলে সেখান থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম আরও জানান, আটক শহীদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহীদের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দু’জন নেশা করতে যায়। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহীদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর শহীদ পুলিশকে কল করে দায় স্বীকার ও আত্মসমর্পণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩