• ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১২:১৪ (17-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১২:১৪ (17-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু: নওগাঁয় নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

২৯ মার্চ ২০২৩ দুপুর ০২:৫৬:১২

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু: নওগাঁয় নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

লোকমান আলী, ( নওগাঁ ) প্রতিনিধি: র‌্যাব হেফাজতে নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নওগাঁ জেলা শাখা।

২৮ মার্চ মঙ্গলবার বিকেল ৪ টায় শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নওগাঁ জেলা শাখার আহবায়ক জয়নাল আবেদীন মুকুল বলেন, র‌্যাব সুলতানা জেসমিনকে শুধু মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্যায় ভাবে উঠিয়ে নিয়ে গেছে। তার এমন অস্বাভাবিক মৃত্যুর জন্য র‌্যাব দায়ী। এভাবে একজন নারীকে আটক করে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।  

তিনি বলেন, বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে র‌্যাব। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যত দ্রুত সম্ভব এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নওগাঁ জেলা শাখার সদস্য কালিপদ সরকার, বীর মুক্তিযোদ্ধা আলতাফুন হক চৌধুরী আরবসহ জেলা কমিটির সদস্যরা।

উল্লেখ্য, গত ২২ মার্চ বেলা ১০টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক এনামুল হকের অভিযোগে  সুলতানা জেসমিনকে আটক করে র‌্যাব। পরে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় ২৪ মার্চ শুক্রবার সকাল ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উত্তরায় মাই টিভির বর্ষপূর্তি উদযাপন
১৬ এপ্রিল ২০২৪ রাত ০৮:২৮:৫৯







রায়পুরায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
১৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:১৩:৫৯