• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ১০:১১:০৮ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ১০:১১:০৮ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

১০ জুলাই ২০২৪ দুপুর ১২:২৬:৩১

লালমনিরহাটে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২২৮ বোতল ফেনসিডিলসহ ফরিদুল ইসলাম (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর অভিযানিক দল।

৯ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফরিদুল দক্ষিণ পারুলিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। বুধবার সকালে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ১০ জুলাই আনুমানিক রাত ১টা ১৫ মিনিটে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৩ এর একটি অভিযানিক দল। ওই এলাকার ফরিদুলের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে সময় তল্লাশি চালিয়ে ২২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দ করেন। গ্রেপ্তার ওই আসামি বহুদিন যাবৎ লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘ দিন যাবৎ লালমনিরহাট এবং পাশের জেলাগুলোতে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩