• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৩:৫৮ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

লালপুরে মাদক সম্রাট প্রতিবন্ধী সোহাগ আটক

১১ জুন ২০২৪ বিকাল ০৪:৩৪:৪৮

লালপুরে মাদক সম্রাট প্রতিবন্ধী সোহাগ আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলার লালপুরে মাদক সম্রাট সোহাগ আলী নামের এক প্রতিবন্ধী যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ১০ জুন সোমবার রাতে উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সোহাগ একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক সম্রাট সোহাগ একজন প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীর লাইসেন্স নিয়ে তিনি এমন কোন ব্যবসা নেই যে করে না। সোহাগের জন্য এলাকায় অতিষ্ঠ হয়ে পড়েছে যুবক ছেলেরা। সে মাদকের চালান তাদের নিকট পৌঁছে দিয়ে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

Ad
Ad

এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেন্টু বলেন, প্রতিবন্ধী লাইসেন্স নিয়ে সোহাগ একজন বিশিষ্ট মাদক ব্যবসায়ী। তাকে এলাকাবাসী মাদক সম্রাট বলে ডাকে এবং তার অত্যাচারে এলাকার নারী ও পুরুষ সবাই অতিষ্ঠ। তার নামে কোর্টে এখনো পর্যন্ত একটি ধর্ষণের মামলা চলমান রয়েছে।

তিনি আরও জানান, সোহাগ রঘুনাথপুর বাজারে একটি বসার জায়গা নিয়ে সেখানে এলাকার যুবক ছেলেদের বসিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন জুয়া খেলার আসর জমিয়েছে। তার অত্যাচারে বাজারের যত ব্যবসায়ী আছে, ভয়ে কথা বলে না। কারণ তার বাবা আব্দুল মান্নান অবসরপ্রাপ্ত সেনা ও বাজারের বণিক সমিতির সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:২৮




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতার পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতার পদত্যাগ
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৬




দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
১৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:০০


Follow Us