• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩২:০০ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩২:০০ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাসাইলে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

১৬ মার্চ ২০২৩ সকাল ০৯:৫৪:৫৭

বাসাইলে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের ব্রাহ্মণপাড়িল  সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে শাহিনুর রহমান পান্নার বিরুব্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ।

জানা যায়, বাসাইল  উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের ব্রাক্ষণপাড়িল সেকান্দার মাষ্টার বাড়ি হতে চেলা বাড়ি হয়ে বাসাইল-পাথর ঘাটা পর্যন্ত রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে আশপাশের অন্তত একশতটি পরিবার মেইন রাস্তায় আসেন। কিন্তু ৩০-৩৫ বছর আগের সেই রাস্তা দখল করে একটি ঘর নির্মান করেছেন স্থানীয় ব্যবসায়ী শাহিনুর রহমান পান্না।

এলাকারবাসীর আপত্তির পরও সে টিনের ঘর নির্মাণ করেছেন।যার ফরে স্থানীয়দের চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। অতিদ্রুত সময়ের মধ্যে সরকারি রাস্তা থেকে ঘর সড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ষাটোর্ধ বৃদ্ধ আবু বকর সিদ্দিকী  বলেন, রাস্তাটি  এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে আমরা ছোট সময়  বাজারে যাইতাম, ভ্যান গাড়িতে করে প্রয়োজনীয় মালপত্র বাড়িতে আনতাম। কিন্তু ৩০ বছর ধরে পান্না  ঘর  নির্মান করেছে, তাতে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।এলাকাবাসির দাবিতে পৌর মেয়র আমাদের রাস্তাটি পুনরায় যেন চলতে পারি তার জন্য পাকা করণের কাজ করে দিবে কিন্তু পান্নার ঘরের জন্য তা করা সম্ভভ হচ্ছে না।

রুমা বেগম নামের এক নারী বলেন, রাস্তাটি দিয়ে আমরা চলাচল করলেও দীর্ঘ ৩০ বছর ধরে  আমরা চলাচল করতে পারছি না পান্নার ঘর নির্মাণের জন্য ।

ঘরের মালিক শাহিনুর  রহমান পান্না বলেন, আমি কোন সরকারি জমি দখল করিনি। এইটা সম্পন্ন  আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

পৌরমেয়র আব্দুর রহিম আহমেদ বলেন, একবছর আগে এই রাস্তাটি ট্রেন্ডার করি, যা মাটি ও এইচবিবি দ্বারা নির্মাণ করবে কিন্তু রাস্তাটি পান্না নামে এক ব্যক্তি রাস্তা দখল করে ঘর নির্মাণের ফলে রাস্তাটি শেষ করা যায়নি। জনগণের রাস্তাটি জগণদের বুঝিয়ে দিতে পারছি না। এইটা নিরশনের জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর আবেদন করেও কোনো সুরাহা হয়নি। দখল কারী উল্টা আমাদের বিরুব্ধে মামলা করেছে।

বাসাইল  উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার  বলেন, উপজেলা সার্ভেয়ার সীমানা নির্ধারণ করে দিয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টঙ্গীতে ঝুটের পাঁচটি গুদাম পুড়ে ছাই
২৬ এপ্রিল ২০২৪ সকাল ১১:০৯:৫৬