• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০২:৩৯:৫৯ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০২:৩৯:৫৯ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডোমারে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার

২৬ মে ২০২৪ বিকাল ০৩:২৬:৩২

ডোমারে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি: আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মনতাজ আলীসেহ (৫২) দুইজনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

২৪ মে শুক্রবার দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর, আসামি মনতাজের দেওয়া তথ্যানুযায়ী ডাকাত চক্রের আরেক সদস্য আবু বক্করকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মনতাজ আলী ও রংপুরের হারাগাছ থানার চর চতুরা গ্রামের বাসিন্দা আবু বক্কর।

পুলিশ জানায়, গত ১৪ ফেব্রুয়ারি ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে গরু চুরির বিষয়ে আহসান হাবিব লাব্বু মামলাটি দায়ের করলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী জানান, রোগীর ছদ্মবেশ ধারণ করে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মনতাজকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে আবু বক্কর গরুগুলো বিক্রি করে দিয়েছে এবং তার কাছ থেকে গরু বিক্রির ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।

২৫ মে শনিবার দুপুরে মনতাজ এবং আবু বক্করকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩