• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:৪১:২৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:৪১:২৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে আধাবেলা অবরোধ পালিত

১৫ মে ২০২৪ বিকাল ০৩:৪৭:৪৮

রাঙামাটিতে আধাবেলা অবরোধ পালিত

রাঙামাটি প্রতিনিধি: আদালতের মাধ্যমে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ ও পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের অভিযোগে বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

ইউপিডিএফের সহযোগী সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-সহ চার সংগঠনের ডাকে এ অবরোধ পালিত হয়।

বুধবার ভোর ৫ট থেকে জেলায় অবরোধ সমর্থনকারীরা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি, কতুকছড়ি, ঘিলাছড়ি, নানিয়ারচরসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই রুটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া এলাকায়, বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘেইহাট-দীঘিনালা সড়কের অবরোধ সমর্থনকারীরা অবরোধ পালন করছে বলে জানা গেছে। তবে রাঙামাটি শহরে অবরোধের প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।  অবরোধ চলাকালে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) জেলা শাখার সভাপতি তুনময় চাকমা জানান, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ ও পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে শান্তিপুর্ণভাবে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। তাদের নেতাকর্মীরা সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহেনেওয়াজ রাজু জানান, রাঙামাটিতে কয়েকটি এলাকায় অবরোধ সমর্থনকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহন স্বাভাবিক হবে। অবরোধে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ
২৭ জুলাই ২০২৪ সকাল ০৯:২৪:৫২