• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০৩:৩৮:৫৬ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০৩:৩৮:৫৬ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

১১ মে ২০২৪ সকাল ০৯:১৫:২৪

সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১০ মে শুক্রবার বিকেলে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আজিজার রহমান (৬০) ওই গ্রামের ভাষা সৈনিক মৃত জহির উদ্দিন আহমেদের ছেলে।

পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে আজিজার রহমান জমিতে পানি দেয়ার উদ্দেশ্যে সেচঘরে যান। সন্ধ্যা ৬টার দিকে ওই সেচ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন পাশের জমির লোকজন। তাঁরা গিয়ে দেখতে পান সেচ পাম্পের বিদ্যুতের তার পুড়ে গেছে এবং আজিজার অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩