• ঢাকা
  • |
  • শনিবার ২১শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:২২:১৮ (04-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:২২:১৮ (04-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টঙ্গীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

২৩ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৪৯:৪১

টঙ্গীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

স্টাফ রিপোর্টার: তীব্র গরম থেকে মুক্তির আশায় গাজীপুর মহানগরীরের টঙ্গীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ক্যাম্পাস মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রধান মুহাদ্দিস ড. মোয়াজ্জেম হোসেন আল আজহারী। শত শত মুসল্লি, বিশিষ্ট আলেম দ্বীন, শিক্ষক ও ছাত্ররা নামাজে অংশগ্রহণ করেন।

সালাতুল ইসতিসকা আদায় করার জন্য নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে উপস্থিত হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সবাই। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

আগত মুসুল্লিরা বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের পাপের জন্য তওবা ও ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।

তারা বলেন, বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সকলেই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ