• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৩:৩৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৩:৩৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঝিকরগাছায় নকল স্বর্ণের বারসহ ৭ প্রতারক আটক

১০ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৩৯:৩০

ঝিকরগাছায় নকল স্বর্ণের বারসহ ৭ প্রতারক আটক

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারকচক্রের ৭ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি পিতলের তৈরি নকল স্বর্ণের বার, নগদ ২৮ লক্ষ ৫০ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃর একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

৯ এপ্রিল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কুলবাড়ীয়া গ্রামের স্লুইচ গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, পাবনার বেড়া উপজেলার রুপপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আমিনুল ইসলাম (৪২), ঝিনাইদাহের ওয়ারলেসপাড়া এলাকার মোকাদ্দেস হোসেনের ছেলে মোস্তফা জামাল (৫১), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর গ্রামের এসএম গোলাম কিবরিয়া (৪৪), একই এলাকার নুরুল আলমের ছেলে মন্জুরুল আলম (৩২), একই জেলার ফরিদগঞ্জ উপজেলার মন্জরুল আলমের স্ত্রী বিথী (২৮), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ফালান খাঁর ছেলে রিপন খাঁন (৩৮), ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার বড়ালি গ্রামের কলিম উদ্দীন গাজীর ছেলে নাজমুল ইসলাম (৩৩)।

এ বিষয়ে যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার বলেন, আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্র, তারা দেশের বিভিন্ন জেলায় নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তু দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছে দীর্ঘদিন। ঘটনার দিন সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার কুলবাড়ীয়া গ্রামের স্লুইচ গেট সংলগ্ন এলাকায় নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিলো। খবর পেয়ে ডিবির একটি চৌকস টিম সেখানে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে। এসময় তাদের কাছে থাকা নকল স্বর্ণ, নগদ টাকা ও তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে বুধবার কোরবান আলী ও মোরশেদ বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান ওই কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ