• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৪৩:৫০ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৪৩:৫০ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি

৫ এপ্রিল ২০২৪ দুপুর ০২:২২:১২

বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি

খাগড়াছড়ি প্রতিনিধি: বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের বর্ষবরণ উৎসব বৈসাবি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বৈসু-সাংগ্রাই-বিঝু (বৈসাবি) ও বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

৫ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি টাউন হল মাঠে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ির প্রধান সড়ক ও পুরো শহর প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এলাকায় এসে র‌্যালিটি শেষ হয়। এতে হাজার হাজার ত্রিপুরা, মারমা, চাকমা, বাঙ্গালী, সাওতাল তরুণ-তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে অংশ নেন।

একপর্যায়ে র‌্যালিটি হয়ে উঠে সর্বস্তরের মানুষের মিলনমেলায়। মারমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ রঙিন ছাতা নিয়ে র‌্যালিতে অংশ নেন। র‌্যালি পরে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীদের শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ