• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৭:২২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৭:২২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু

৩ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৫২:১৪

ফরিদপুরে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: প্রধানমন্ত্রীর উপহার, সুলভ মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার' স্লোগানে ফরিদপুর জেলা প্রাণিসম্পদ দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

৩ এপ্রিল বুধবার শহরের ব্রহ্ম সমাজ সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম তালুকদার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস, ডেইলি ফার্ম এসোসিয়েশন, ফরিদপুরের সভাপতি মীর কাসেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, এ আয়োজনের মাধ্যমে জেলার নিম্ন আয়ের মানুষেরা পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারবেন। বাজারের তুলনায় এখান থেকে কম মূল্যে দুধ-ডিম-মাংস সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস জানান, এখান থেকে প্রতি কেজি মাংস ৬০০ টাকায়, প্রতি কেজি দুধ ৬০ টাকায় এবং ১১টি ডিম ১০০ টাকায় সংগ্রহ করতে পারবেন ক্রেতারা। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ