• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৫৩:২৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৫৩:২৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

সংগঠন

হাবিপ্রবিতে টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটি গঠন

২০ মার্চ ২০২৪ সকাল ০৮:০৮:৩১

হাবিপ্রবিতে টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটি গঠন

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে রসায়ন বিভাগের উনিশ ব্যাচের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান অর্ক এবং সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী অনিক হোড়কে মনোনীত করা হয়েছে।

১৯ মার্চ মঙ্গলবার প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহাদত হোসেন খান এবং ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক শিক্ষার্থীরা।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন মেহেদী হাসান খান (ইকোনোমিক্স), আহাদুল রাব্বি (স্ট্যাটিস্টিক্স)সহ ৭ জন। যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছেন ফারহান মাশুক অপূর্ব (ইকনোমিক্স), মো. জায়েদ বিন আজাদ (বি.বি.এ.), আরমান হোসেন পলাশ (মেকানিকাল)সহ ১০ জনকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাহতাব হাসান রাদিত (এফ.পি.ই.), মো. সবুজ (সি.এস.ই.), শিমুল শিকদার (ইকনোমিক্স)।

নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান অর্ক তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতি কমিটির সকলকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে ধন্যবাদ দিতে হয় লিখন স্যারকে, যার তত্ত্বাবধানে এবং দিক নির্দেশনায় কমিটি গঠন করা সম্ভব হয়েছে। এছাড়াও ধন্যবাদ দিতে চাই, আমার সকল সিনিয়র ভাই, ব্যাচমেট এবং সকল জুনিয়রদের, যারা এই কমিটি গঠনে অক্লান্ত পরিশ্রম  করেছেন। আশা করি, কমিটি গঠনের মাধ্যমে ভবিষ্যতে ভালো কিছু হবে।’

সাধারণ সম্পাদক অনিক হোড় বলেন, “আমরা টাঙ্গাইল থেকে শত মাইল পাড়ি দিয়ে যারা হাবিপ্রবিতে অধ্যয়ন করছি, সবাই একসাথে মিলেমিশে এই ক্যাম্পাসে একে-অপরের যেকোনো সমস্যায় যেন পাশে থাকতে পারি সে কারণেই এই কমিটি। আমাদের প্রধান উদ্দেশ্যে এখন সবাইকে সাথে হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩