• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৬:২৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৬:২৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সেনবাগে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে এক সন্তানের জননীর আত্মহত্যা

১৫ মার্চ ২০২৪ দুপুর ১২:৩৫:৫০

সেনবাগে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে এক সন্তানের জননীর আত্মহত্যা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে শ্রাবণী বৈঞ্চব (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ১৫ মার্চ শুক্রবার সকালে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির ২নং ওয়ার্ড দক্ষিণ রাজারামপুর গ্রামের বৈঞ্চব বাড়িতে।

নিহত গৃহবধূ ওই বাড়ির নয়ন বৈষ্ণবের স্ত্রী। নিহতের বাবার বাড়ি চট্টগ্রামের সাগরিকা এলাকায়। তাদের ৬ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

খবর পেয়ে সেনবাগ থানার এসআই নিউটন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সেবারহাট নুর হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে ময়না তন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে গৃহবধূর সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এরপর স্বামী কাজে বের হলে স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সেবারহাট নুর প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর নিহত গৃহবধূর স্বামী নয়ন বৈষ্ণব নিজে থানায় গিয়ে স্ত্রীর আত্মহত্যার বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্চ (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, গৃহবধূর বাবা চট্টগ্রাম থেকে আসলে এবিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩