• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:১১:৫২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:১১:৫২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

৩ মার্চ ২০২৪ দুপুর ০১:৪২:১৩

নরসিংদীতে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার, নরসিংদী: নরসিংদীর পাঁচদোনা-চরসিন্দুর এবং পাঁচদোনা-ডাঙ্গা সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ।

৩ মার্চ রোববার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলামসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাঁচদোনা-চরসিন্দুর সড়কের চরমাধবদী এবং ডাঙ্গা-পাঁচদোনা সড়কের পাইকারদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

পর্যায়ক্রমে নরসিংদীর পাঁচদোনা থেকে চরসিন্দুর এবং পাঁচদোনা থেকে ডাঙ্গাসহ সড়ক ও জনপদের জমিতে গড়ে উঠা সকল ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে জনগুত্বপূর্ণ বিষয় বিবেচনা অধিক গুরুত্ববহন করে এমন সড়কে অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। দুটি সড়কের পাশে গড়ে উঠা ছোট-বড় ১৫০টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে, উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে সবকটি উচ্ছেদ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০