• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:০৩:২১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:০৩:২১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভাইয়ের হাতে ভাই খুন, ১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার

২৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:২০:৩৮

ভাইয়ের হাতে ভাই খুন, ১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় আলোচিত সৈয়দ করিম হত্যাকণ্ডে জড়িত ঘাতক চাচাতো ভাই সালামত উল্লাহকে (৩৮) অভিযান চালিয়ে ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরি ও নিহতের পরিহিত জামা উদ্ধার করা হয়।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের পাহাড়ী ঢাল থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার সালামত উল্লাহ উত্তর নিদানিয়া তেতুলতলা জালিয়াপালংয়ের সৈয়দ কাশেমের ছেলে।

২৮ ফেব্রুয়ারি বুধবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, সালামত উল্লাহ পালানোর উদ্দেশ্যে মেরিন ড্রাইভ রোড হয়ে কক্সবাজার শহরের দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পেঁচারদ্বীপ এলাকার টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

উল্লেখ্য, পারিবারিক বিরোধের জেরে ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেতুলতলা গ্রামের সৈয়দ করিম (৪৫) নামের এক সুপারী ব্যবসায়ীকে হত্যা করে তার চাচাত ভাই সালামত উল্লাহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ