• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:০৯:৩৬ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:০৯:৩৬ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

২৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩৪:২৪

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টার সময় কোনাবাড়ী মেট্রো থানাধীন দেউলিয়াবাড়ি নোভা এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভেতর এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই কারখানায় পলি মেশিনের সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

নিহত বিজয় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পারাইল গ্রামের আব্দুল নোমানের ছেলে। তিনি বাবা-মার সঙ্গে দেউলিয়াবাড়ী রবি মিয়ার বাসায় ভাড়া থেকে নোভা এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বিজয় প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে কারখানায় কাজে যোগদান করেন। পরে হঠাৎ করে মেশিনের বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিটের মাধ্যমে গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে খবর পেয়ে কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ মেডিকেলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে পাঠায়।

নোভা এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ফ্যাক্টরি ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, অসাবধানবশত কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে। আমরা তার পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছি।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবুল ফজল জানান, বিজয় নামে শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে আসার আগেই মারা যায়।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা জানান, খবর পেয়ে আমার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ