• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩১:১৬ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩১:১৬ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাল্লায় সাংবাদিক বিপ্লবের উপর রাতের আঁধারে হামলা

১১ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৪৪:৫৭

শাল্লায় সাংবাদিক বিপ্লবের উপর রাতের আঁধারে হামলা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় সাংবাদিক বিপ্লব রায়ের উপর রাতের আঁধারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১০ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ১১টায় এ হামলার ঘটনা ঘটে।

বিপ্লব রায় দৈনিক আজকের পত্রিকা, এশিয়ান টিভি ও স্থানীয় একাত্তরের কথা পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি। তিনি সাংবাদিকতার পাশাপাশি উপজেলা সদরের বিপ্র মেডিক্যাল হল ও মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের ব্যবসা প্রতিষ্ঠানও পরিচালনা করেন।

জানা যায়, ঘটনার দিন ১০ ফেব্রুয়ারি সারাদিনের ব্যবসা শেষে প্রতিষ্ঠান বন্ধ করে আনন্দপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে শাল্লা-দিরাই সড়কে দু’টি মোটরসাইকেলে এসে ৪ জন সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় তাকে বেধরক মারধর করে মাটিতে ফেলে দেয় এবং তার সাথে থাকা নগদ ৭০ হাজার টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়। বিপ্লব ৪ জনের মধ্যে দু’জনকে চিনতে সক্ষম হন। মাঙ্কি টুপির কারণে অপর দু’জনের চেহারা চেনা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বিপ্লবের বক্তব্য মতে আক্রমনকারীদের মধ্যে উপজেলা সদরের ডুমরা গ্রামের আরাধন সরকারের ছেলে দোয়েল সরকার ও ৩নং বাহাড়া ইউপি’র ১নং ওয়ার্ডের
আঙ্গারুয়া গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে হৃদয় দাস এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে বিপ্লব জানান, হৃদয় দাস ও দোয়েল দাসের নাম উল্লেখ্য করে আরও ২ জনকে অজ্ঞাত আসামি করে শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে শাল্লা থানার এসআই যীশু দত্তের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সাংবাদিক বিপ্লব চন্দ্র রায়ের উপর হামলার অভিযোগ পেয়েছি। তদন্ত
সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সাংবাদিক বিপ্লব চন্দ্র রায়ের উপর এ ধরণের বর্বোরোচিত হামলায় নিন্দা জানিয়েছেন শাল্লায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হিলিতে দাম বাড়ল কাঁচা মরিচের
১৩ মে ২০২৪ দুপুর ০২:৪৬:১৮