• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৫৮:৫১ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৫৮:৫১ (09-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

এবার ‘বার কোডে’ চলে আসবে পরিবারের সকল তথ্য

১০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:০৬:০৭

এবার ‘বার কোডে’ চলে আসবে পরিবারের সকল তথ্য

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় প্রথমবার পুরো ইউনিয়নের প্রত্যেক পরিবারকে বার স্কেন কোডের আওতায় আনা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছেন দক্ষিণ ধুরং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ। 

ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যেগ নিয়েছেন তিনি। স্মার্ট ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট স্থাপন থেকে শুরু করে নাগরিকের যাবতীয় তথ্য থাকবে এই বার কার্ডে।

দক্ষিণ ধুরং ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের বাসিন্দা জিউল করিম ও জাহাঙ্গীর আলম বলেন, চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদের এটি একটি মহৎ উদ্যোগ। এই রকম যদি হয়ে থাকে তাহলে স্মার্ট বাংলাদেশের স্মার্ট উপজেলা হিসেবে গণ্য হবে আমাদের ইউনিয়ন।

দক্ষিণ ধুরং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ জানান, আগে পরিষদ টিনের হোল্ডিং প্লেট দিয়ে থাকত, এখন ২নং দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদ সিদ্বান্ত নিয়েছে ডিজিটাল নাম্বার প্লেট দেওয়ার। যা এক বার নিয়ে সংরক্ষণ করে রাখলে পুনরায় আর নেওয়ার প্রয়োজন নেই।

তিনি আরও জানান, জনগণের হোল্ডিং ট্যাক্সের বিষয়েও তথ্য জানা যাবে এ ডাটাবেজ থেকে।  হোল্ডিং ট্যাক্স যারা আদায় করবে প্রত্যেকের কাছে মোবাইলে চলে যাবে ম্যাসেজ।  বকেয়া থাকলেও জানা যাবে কত টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া আছে।

চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ আরও বলেন, আমার ইউনিয়নের নাগরিকের সকল তথ্য ডাটাবেজে সংরক্ষিত থাকবে। যেমন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, ভি.জি. ডি ভাতার আওতায় যারা থাকবে সকলের তথ্য ডাটাবেজে সংরক্ষণ থাকবে।

প্রতি ডিজিটাল নাম্বার প্লেটসহ ডেটাবেজের খরচ পরবে দুইশ'ত টাকা। তাই ২নং দক্ষিণ ধূরুং ইউনিয়নের জন সাধারণের মতামত ও সহযোগিতা আশা করেন উক্ত ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ