• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ০২:০২:২৭ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

টঙ্গীতে চাঁদাবাজির অপরাধে উত্তরা প্রবর্তন সিটির ব্যবস্থাপনা পরিচালক গ্রেফতার

৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:২১:৪৮

সংবাদ ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে প্রবর্তন সিটির ব্যবস্থাপনা পরিচারক মো. মাহাবুব আলমকে গ্রেফতার করেছে পুলিশ।  ৭ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত দুইটায় টঙ্গীর মুদফা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad

জানা যায়, এএসএম আব্দুল্লাহ আল জিয়া ও প্রফেসর ডা. ওহিদুজ্জামান ভুইয় মিলে প্রবর্তন সিটির পাশে সাড়ে ২৪ শতাংশ জমি ক্রয় করেন ২০০৬ সালে। গত দুই বছর আগে পবর্তন সিটি জমিটি মাঠি দিয়ে ভরাত করে তাদের কব্জায় নিয়ে নেয়। 

Ad
Ad

এ ব্যপারে জমির মালিক প্রবর্তন সিটির কর্মকর্তাদের সাথে কয়েকদাফায় বৈঠক করে কাজ হয়নি। জমির মালিক জমিও পাচ্ছে না, জমির মূল্যও পাচ্ছে না। পরে জমির এক মালিক এ এস এম আব্দুল্লাহ আল জিয়া বাদী হয়ে বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর ওইদিন রাতে প্রবর্তন সিটির মালিক মাহাবুবকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, জমির মালিক থানায় একটি অভিযোগ দেয়। এই অভিযোগের প্রেক্ষিতে রাত দুইটায় মুদফা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us