• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই মাঘ ১৪৩২ রাত ০৩:৩২:৫০ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে বিআরডিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৫৭:৫৭

সৈয়দপুরে বিআরডিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সমিতির হল রুমে এ সভার আয়োজন করা হয়।

Ad

ওই সমিতির সভাপতি মো. মহসীন আলী রুবেলের সভাপতিত্বে সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মো. সিদ্দিকুল আলম।

Ad
Ad

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল ও বিআরডিবির উপ-পরিচালক নীলফামারীর মো. আশরাফুল আলম।

সভায় সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এ সমিতির বিভিন্ন চলমান বিষয় নিয়ে আলোচনা করেন। আয় ব্যয়ের কিছুটা হিসাব তুলে ধরেন। তিনি বলেন, এ সমিতির ৬ হাজার ৫২১ জন সদস্য রয়েছে। আমরা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি।

বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ময়না বলেন, সকল ক্ষেত্রে আজ নারীরা এগিয়ে যাচ্ছে। এ সমিতির এত নারী সদস্য আছে তা আমার জানা ছিল না।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আজ তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাস্তবে পরিণত করছেন। দেশের অভুতপূর্ব উন্নয়ন বিশ্বকে তাক লাগিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সমবায়ী হয়ে নিজেকে গড়ে তুলুন। সফল একজন সমবায়ী দেশের সম্পদ।

সভা শেষে বিআরডিবির চেয়ারম্যান মহসীন আলী রুবেল আগামি সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেন। সভা পরিচালনা করেন শামসুন্নাহার। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

স্বামীকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
স্বামীকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
৩১ জানুয়ারী ২০২৬ রাত ১১:২৫:৪৫








দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
৩১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:১৩



Follow Us